রংপুরে তারেক রহমানের জনসভাস্থল জনসমুদ্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাতে শুক্রবার রংপুরে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমন ও নির্বাচনি জনসভাকে ঘিরে রংপুরে প্রস্তুত মঞ্চ ও মাঠ। সেই সঙ্গে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
তিনি বগুড়া থেকে রংপুরে আসার পথে কয়েকটি পথ সভায় বক্তব্য রাখেন।
তারেক রহমানের সফরকে ঘিরে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে। রংপুর মহানগর কমিটি আহ্বায়ক সামসুজ্জামান সামু জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সফর রংপুরের নেতাকর্মীদের জন্য বড় উৎসাহ হিসেবে কাজ করবে। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সভায় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রংপুর-১ আসনের মোকাররম হোসেন সুজন, রংপুর-২ মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনের সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী ও রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম উপস্থিত রয়েছেন।
দলের রংপুর জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, দলের চেয়ারম্যানের আগমনে উজ্জীবিত নেতাকর্মীরা। তেমনি সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
নিরাপত্তার বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভার জন্য মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছেন। জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একাধিক টিম কাজ করছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি বাড়ানো হয়েছে।

